রসগোল্লা

—মোবায়দুল সাগর 

তারপর তিন পরার্ধ বছর পর যখন
তোমার সাথে কথা হ'ল—
তুমি এমন ভাবখানা দেখালে যেন
আমার সাথে তোমার তুলতুলে সম্পর্ক।

গঞ্জিকা সেবনের অভ্যাস আমার নেই
স্মৃতিভ্রম ছিল না আমার পঞ্চ ইন্দ্রিয়।
তুমি কাঁটা ঘায়ে দিয়েছিলে নুনের ছিটা
কুকুরের মত করে দিয়েছিলে তাড়িয়ে।

আজ এমন রসগোল্লার রসের মত কথা;
হাড়ি ভেঙে দেব তোমার দেখবে না-কি?


২৪-০১-২০২৩
মিরপুর-১, ঢাকা। 




Post a Comment

নবীনতর পূর্বতন