পঞ্চনামা
—মোবায়দুল সাগর
নিশি,
পৃথিবীর যা কিছু সুন্দর সব তোমারই।
আদমের সৃষ্টি তোমারই জন্য;
লঙ্কার ওই পাহাড়কে জিজ্ঞাসা করে দেখো,
কেন আদম গন্ধমের রস পান করছিল?
টাংগানিকার বুকে ছোট নৌকোগুলো—
নীল জলের নয়নাভিরাম সৌন্দর্য,
জলে সূর্যের কিরণে চিকমিক হাসি—
গোলাপি ফ্লেমিংগোর বেঁচে থাকা
সবই তোমার জন্য।
মুরসি উপজাতির কালো মানুষগুলো—
লালমাটির উপর যাদের ছোট্ট-ছোট্ট ঘর—
তোমাকে একটিবার দর্শনের অপেক্ষায়
যারা চেনেনি পৃথিবী, জানেনি সভ্যতা।
ভেবে দেখো, তাদের সভ্য হওয়ার পিছনে
যে সৌন্দর্য তার সব অধিকার তোমারই।
জানো,
নর্ডিকের সূর্য তোমার জন্য কখনও ঘুমায়নি!
নিশীথ সূর্যের দেশ—রাতের সে সূর্যের রোদ—
অরোরা বোরিয়ালিস—যার সৃষ্টি তোমার চুলে।
পৃথিবীর কোটি-কোটি চোখ যার জন্য উন্মাদ
তোমারই প্রেমিক তারা।
বাল্মীকির কথা মনে আছে—
তোমার রূপের প্রেমে পড়েছিলেন যেই ডাকাত;
তোমার প্রেমে ব্যর্থ হয়ে লিখেছিলেন অমরকাব্য।
রাম-সীতা-রাবণ তোমার জন্যই তবে সৃষ্টি।
হাজার বছর সাধনায় বাল্মীকি আজ মহাপুরুষ।
তোমার সৌন্দর্যই তার জন্য দায়ী।
৩০-০১-২০২৩
মিরপুর-১, ঢাকা।
একটি মন্তব্য পোস্ট করুন