টিকটিকি

 — মোবায়দুল সাগর


ঝগড়ার একপর্যায়ে সাইফ দাঁত খিটমিট করে উচ্চস্বরে দোলাকে বলল, শাট দ্য ফাক আপ, বিচ! সাইফের এই কথা শুনে দোলা যেন আকাশ থেকে পড়ল। নিতান্ত হতভম্ব হয়ে বলল—ওর চোখের কোণে জল জমতে শুরু করেছে—তুমি আমাকে কি বললে? তোমার সাথে গত তিন বছর ধরে শুয়েছি এজন্য তোমার কাছে আমি এখন একজন বিচ ! আমি কি সত্যি তোমার কাছে একজন বিচ? সাইফ যদিও এই কথাটা বলতে চাইনি। কিন্তু ওর মুখ ফসকে বেরিয়ে গেছে। দোলা বাচ্চা মেয়েদের মত ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে। বড়লোক বাবার একমাত্র মেয়ে। গত তিন বছর ধরে ওরা একসাথে আছে। তাদের এই একসাথে থাকাকে বলে লিভ টুগেদার। ওরা খুব শিঘ্রই বিয়ে করবে এমনই পরিকল্পনা রয়েছে ওদের। 

সাইফ, দোলাকে শক্ত করে জড়িয়ে ধরে এক চোখে নায়াগ্রা ও অন্য চোখে ভিক্টোরিয়ার মত অথৈ পানির প্রবাহ শুরু করেছে । কি আশ্চর্য ব্যাপার! একটি ছেলে এভাবে কাঁদতে পারে না-কি? ধরণী আজ বিস্মিত‌। ওদের ড্রয়িং রুমে বড় একটা টিকটিকি আছে। সেও আজ বিস্মিত। আর আমি বিস্মিত এজন্য, ন্যাকা মেয়ে দোলা ওই টিকটিকিকে ভয় পায় না।



Post a Comment

নবীনতর পূর্বতন