শূকরের বাচ্চা
—মোবায়দুল সাগর
বাসে করে কোথায় যেন যাচ্ছি। খুব দ্রুত গতিতে বাস ছুটে চলছে। আমার কানে ইয়ারফোনে বাজছে দি উইকেন্ড এর হিলস্ গানটা। চোখ বন্ধ করে আছি। হঠাৎ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার উপক্রম করেছে—আমি এক চিৎকার দিয়ে উঠেছি। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি রাস্তার পাশে পড়ে আছি। বাসের ভিতর থেকে আমাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কোনো অ্যাম্বুলেন্স আমার ভাগ্যে জোটেনি। মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলাম। বাম হাতের বাহু জখম হয়েছে। ঠিকমত দেখতে পারছি না। একজন আমার কাছে এসে—ফেসবুক লাইভে আছে সে—জিজ্ঞাসা করল, ভাই কি হয়েছিল? একটু বিস্তারিত বলেন.....বন্ধুরা দেখেন এই ভাইটি..... আমি তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে এক আছাড় দিলাম। বললাম, শূকরের বাচ্চা ভাগাড়ে গিয়ে মর।
একটি মন্তব্য পোস্ট করুন