দূরত্ব

—মোবায়দুল সাগর


পৃথিবী আর আগের মত নেই!
তুমিও!
এখন আর তোমার চুলে ঘনিয়ে আসেনা সন্ধ্যা, 
তোমার ঠোঁটে পাইনা সেই বন্য প্রেমের স্বাদ। 
ভোরে শীত অনুভবে চাদর টেনে নিতে যে আলস্য—
তোমাকে জড়িয়ে ধরা যেন তার থেকেও বোরিং।
আগে তোমাকেই আমার দুনিয়া মনে হত!
এখন অফিস শেষে দুনিয়ায় ফিরতে মন চাই না!

০৯-০২-২০২৩
মিরপুর-১, ঢাকা। 












Post a Comment

নবীনতর পূর্বতন