মৃত্যু-২

  —মোবায়দুল সাগর


সবাই জন্মাচ্ছে!
মেঘ থেকে মাটিতে নামছে।
মাটির যে কালো মায়াজাল—
মৃত্যুকে তুচ্ছ করায় অভিলাষ।
যার জোরে চরকিতে ঘুরছে সব।
প্রাচীন অলিম্পাস পর্বতের দেবালয়
হোমার কানার সৃজন—অসম্ভব?
বিশ্বামিত্রর মেনকার নগ্নতায় পরাজয় 
কন্যা শকুন্তলার জন্ম—অসম্ভব? 
সবই কথার ঘোরপ্যাঁচ সবই সম্ভব।‌
পুঁথিতে অনেক লেখা আছে, বাবা।
জানো না মিথ্যে কথার আকাশচুম্বী দাম।

মৃত্যু ডাকছে কাতুকুতু দিচ্ছে জন্ম।
কেউ বলেছে, "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।"
কেউ বলে গেছে, "মরতে তোমাকে হবেই।" 
মরা বাঁচা নিয়ে লড়াই করে যাচ্ছে যারা  
তারা পেটের অন্ন যোগাতে মৃত্যুকে ছুঁয়ে ফেলে। 
কেউ স্বার্থান্বেষী, বলে, মৃত্যু এক কঠিন অধ্যায়। 
এখন পেটের চিন্তা ছেড়ে মৃত্যু্কে যমের ন্যায় ভয়। 
ওদিকে অ্যাথিনা দেবীর ছলনায় প্যারিসের মৃত্যু। 
ট্রয়-ও মৃত্যুর মুখ দেখল। 
কেউ বাঁচে না মৃত্যুর হাত থেকে। 

১৪-০৪-২০২৩
মিরপুর-১, ঢাকা।



1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন