বেঁচে থাকো
—মোবায়দুল সাগর
বেঁচে থাকো নিজের জন্যে!
নিজেকে ভালোবাসো
খুব ফুর্তি-আনন্দে!
ইচ্ছে হলে ঘুরে বেড়াও,
নিকারাগুয়ায় যাও—আগ্নেয়গিরির দেশে।
আপোয়েইক, মোমোতোম্বোর জ্বালামুখ দেখো,
কত অগ্নির বর্ষা নামে।

বেঁচে থাকো লাল সাগরের জন্যে!
মোসেসের লাঠির আঘাতে দু'ভাগ কোথায় হয়েছিল।
বেঁচে থাকো নিজের ভালোর জন্যে!
প্যারিস যেমন ট্রয় ধ্বংসের কারণ হলেন,
তোমার জীবনেও না আসুক কোনো হেলেন।
তুমি আফ্রোদিতির প্রেমে পড়ো?
ভালোবাসো নিজেকে!

বেঁচে তোমাকে থাকতেই হবে!
তুমি যে পথ রাঙাবে
উদয়পদ্মের সুবাস ছড়িয়ে
সে পথ নয় খুব সংকীর্ণ!
তুমি কেন বেঁচে থাকবে না?

৩০-০৬-২০২৩
মিরপুর-১, ঢাকা












Post a Comment

নবীনতর পূর্বতন