অলীক

—মোবায়দুল সাগর


তাকলা মাকান হয়ে তিব্বতের পথে
সঙ্গী দুই উইঘুর আর কয়েকটা পশমি উট।
মরু-মরীচিকা, প্রস্তর-পর্বত—জলের তৃষ্ণা‌ বেজায়।
ভাবছি মানুষের মৃত্যু হয়‌ না—জলের তৃষ্ণা‌ বেজায়—
তাও ভাবছি মানুষের মৃত্যু হয় না।
ওরে পশমি উট ভয় পাস না মৃত্যু কিছুই না।
উইঘুর সম্প্রদায় মৃত্যু তোমরা রোজই দেখবে—
ভাবছি মানুষের মৃত্যু হয়‌ না।

২৭-০৬-২০২৩
মিরপুর-১, ঢাকা।






Post a Comment

নবীনতর পূর্বতন