সত্তর হাজার বই
—মোবায়দুল সাগর
সত্তর হাজার বই পড়ে মরে যেতে চাই!
এগারোটি কবিতা লিখব আর!
যে গানে জীবনের সব স্বাদ মিটে যায়
শুনতে শুনতে যেন মৃত্যু আমায় জেঁকে ধরে!
মনে পড়বে শ্রাবস্তী নগরীর কথা,
শাদা শাড়ি পরিহিত প্রমিলা,
ইটের দেওয়ালে দীর্ঘশ্বাস।
সে চোখের চাপ লঘু হয়ে প্রলয়ে মাতবে
সত্তর হাজার বইয়ের প্রচ্ছদে।
০৪-০৫-২০২৩
নিউ মার্কেট, যশোর।
একটি মন্তব্য পোস্ট করুন