এ পৃথিবী

—মোবায়দুল সাগর


এ পৃথিবী কতই না আশ্চর্যের!
মৌটুসি পাখির পালক, হোগলার ফুল, 
বনানীর শান্তি সব ফিরে আসতে চাই।
পাহাড়ের চাপা কান্না শুনতে পাও কি—
রামধনুর সাথে তার কখনো আড়ি হয়নি—
দাঁড়িয়ে আছে ঠিক যেন ধরণী মায়ের প্রহরী।
বিশাল আকাশ তার বুকে বিশাল ঈগল চিল
বহেড়ার ডালে ভীত সন্ত্রস্ত চন্দনা দম্পতি।

রোজ কত জীবনের সূর্য উদয় হয়, অস্ত যায়।
এ পৃথিবী কতই না অদ্ভুত! 


০৪-০৫-২০২৩
নিউ মার্কেট, যশোর। 




Post a Comment

নবীনতর পূর্বতন