আমার নেত্রকোনার বাড়ি 

— মোবায়দুল সাগর      

চেরাপুঞ্জির মেঘমালা উড়ু উড়ু যাচ্ছে।
কার কথা মনে পড়ল ফিরে আসছে—
জমিয়েছে মিছিল গারো পাহাড়ের শেষে।
তুমি সোনা, ঝুলবারান্দায় কংক্রিটের জঙ্গলে।
চারিদিকে ঘন অন্ধকার; ঘোর বৃষ্টি। 
তোমার ছেলে-মেয়ের বায়না: আজ স্কুল ক্যানসেল!
অফিস যাবার আগে স্বামীর খিচুড়ি-ইলিশ আবদার!
ওদিকে আমার গরুগুলোর হাম্বা হাম্বা চিৎকার, 
উঠানে মাটির চুলা ডুবে যাবার আশংকায়। 
খড়ের গাদা, গোলার ছাউনি এই সুযোগে উড়তে চাই;
রোয়াকের টালিতে নারিকেলের অবাধ্য সমাচার। 
সোনা, তোমার রোয়াক, দুঃখিত ঝুলবারান্দায় 
তোমার সব আবেগ ঝরে পড়ছে নাশিয়া গাছটায়—
বাঁচাও তাকে বাঁচাও! 
লোলুপ বৃষ্টিতে চোখদুটো আমার অশ্রু লুকাবে!  
শিষ দিতে দিতে মরছে তোমার খিচুড়ির চাপ হাড়ি—
যাও, যাও উদ্ধার করো—
ধ্বংস হয়ে যাক আমার নেত্রকোনার বাড়ি। 

২৯-০৪-২০২৩
মিরপুর-১, ঢাকা। 









Post a Comment

নবীনতর পূর্বতন