স্বৈরাচারী সরকার

                —মোবায়দুল সাগর


            "দামামা বেজে উঠেছে যুদ্ধের,
আমরা সব প্রস্তুত নয়া দিগন্তের সূর্যের
অপেক্ষায়; মোরা পাহাড় চূড়া জয় করেছি,
শিখেছি অদম্য সাহস নিয়ে মুক্তির দাবিতে
রক্তের লড়াই; আমরা দেখেছি মাতৃভাষাতে 
প্রাণ দেওয়ার খেলা; আমরা বলেছি সেই সূরে,
"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!" আমরা 
দিয়েছি হাজার নারীর সম্ভ্রম-সম্মান; আমরা 
পেয়েছি লাল-সবুজের এক পতাকার আহ্বান। 

                 দামামা বেজে উঠেছে যুদ্ধের,
আমরা পেয়েছি স্বাধীনতা; আমরা স্বাধীন,
আমরা পেয়েছি বাংলাদেশ, আমরা বাংলাদেশী,
স্বাধীনতা রক্ষা সে যে বড়ই কঠিন; শোন আমরা 
বিদ্রোহী, আমরা যুদ্ধের সিপাহী; আমরা রণবীর,
আমরা নূর মোহাম্মদ, আমরা হামিদুর রহমান, 
আমরা বিজয়ী, আমরা লড়াকু সৈনিক, আমরা 
তাজিংডং, আমরা পদ্মা-মেঘনা-যমুনা বহমান,
স্বৈরাচারী শাসক খর্ব করেছে কী সেই স্বাধীনতা?

                 দামামা বেজে উঠেছে যুদ্ধের,
আমরা যুদ্ধে যাবো, দ্বিতীয় মুক্তিযুদ্ধে(!)
আমরা আবার স্বাধীন করবো দেশ-যেমন
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে পেয়েছি মাতৃভূমি,
রাক্ষস-জানোয়ার-নরখাদক পাকিস্তান-
থেকে ছিনিয়ে নিয়েছিলাম সেই কাঙ্ক্ষিত 
বিজয়; পেয়েছিলাম পৃথিবীতে নতুন স্থান‌।
আমরা চলবো পথ সেই টেকনাফ থেকে-
তেঁতুলিয়ায়; আমরা হটাবো স্বৈরাচারী সরকার।"





















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প



Post a Comment

নবীনতর পূর্বতন