আমাদের ভালোবাসা

                         —মোবায়দুল সাগর

"আমরা ভালোবেসেছি ঠিক ছোট্ট শিশুর মতন,
সাগরের জলে নিশির পূর্ণিমা - যেন সৃষ্টির রহস্য।
নাই কোনো তুলনা - তোমার আমার এই মিলন,
পাবে না খুঁজে - তোমার আমার মত শত অজস্র।
শঙ্খমালায় খুঁজে দেখো; প্রতি শঙ্খ যেন তুমি,
পদ্মবিলে খুঁজে দেখো; প্রতি পদ্ম যেন আমি।
মেঘালয় থেকে হিমালয়; প্রতি মেঘ যেন তুমি,
হিমালয় থেকে মেঘালয়; প্রতি হিম যেন আমি।

পবিত্রতা কাকে বলে? সে তো আমাদের ভালোবাসা,
গাঙ্গেয় ব-দ্বীপের পলি সাক্ষী - আমরাই অদ্বিতীয়,
দক্ষিণের লবণাম্বুজ বন সাক্ষী - আমরাই হরহামেশা-
এনেছি কুড়িয়ে হাজার প্রেম অঙ্কুর; তুমি আমি স্বকীয়-
গড়ে তুলেছি কত প্রেম বনস্পতি। নিভৃত কোন আশা-
আমাদের করে তুলেছে - নির্বাক পৃথিবীর অধিপতি,
বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব - প্রাণের সঞ্চারে যেমন
বাঁচতে চাই হাজার বছর ধরে; তোমার আমার প্রেম 
বাঁচতে চাই লক্ষ কোটি বছর ধরে। তবে কেন এমন 
কদর্য এই সমাজে তুমি-আমি হয়েছি অতি জীর্ণশীর্ণ?"



















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

Post a Comment

নবীনতর পূর্বতন