পাপের শহর

              —মোবায়দুল সাগর

    "কঠিন বরফ শীলার মত জমেছে কত পাপ,
অবিশ্বাসী আমি - চাইনি কখনো ঈশ্বরের কাছে মাফ।
ছেঁড়া মাস্তুল, ভাঙ্গা জাহাজখানা আর যাবে না কোথাও,
জমবে না ভীড় আর সেখানে বন্ধ জুয়া, গণিকালয়।
শুধু পড়ে থাকবে সেই পাপের শহর সবাইকে জানাও,
রক্তে মিশবে না আর অ্যালকোহল এসব কথা মিথ্যা নয়। 

    আগুন জ্বালিয়েছি পাপের তাতে দিয়েছি ঝাঁপ,
কোথায় সেই দমকল বাহিনী নিভিয়ে দাও তাপ‌।
উড়িয়েছি টাকা না-কি বিশ্বাস স্বয়ং আমি অজ্ঞাত,
বোধগম্য হয়নি - আমি চন্ডাল, আমি ভূলেছি আমার জাত।
লিপ্ত হয়েছি ব্যভিচারে - শুধু সেই পাপের শহরে,
অচেতন হয়েছি মদ্যপানে - শুধু সেই পাপের শহরে।

    নিজের পায়ে কুড়াল দিয়েছি, পুষেছি কাল সাপ,
চক্ষু খুলেনি আমার - বুঝতে পেরেও সয়েছি সেই চাপ।
কেন গিয়েছিলাম? কি তার জবাব? কোথায় কে জানে?
পাপীষ্ঠ-পাষাণ-রক্তচোষা-হৃদয় আর কতখানি-
পার পেয়ে যাবে অসীমের থেকে - কোথায় কে জানে?
পাপের শহর গড়ে উঠবে আবার থাকব না শুধু আমি!"


























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

Post a Comment

নবীনতর পূর্বতন