কঠিন সত্য

                  —মোবায়দুল সাগর

     "কঠিন সত্য লুকানো হয় পালিত পুত্রের থেকে,
কঠিন মিথ্যা বলেন দেশনেতা সংগ্রামী জনতার মাঝে।
বিন্দু থেকে সিন্ধু গড়ে যায় তবুও মিথ্যা মিথ্যা থেকে যায়,
ঘর ছাড়া মানুষই বোঝে সত্য কত বড় - কোথায় তাকে পায়?
নির্জনতার সুযোগে ভূমিষ্ঠ শিশুও কী মিথ্যাবাদী,
শব্দহীনতায় সাধু-সন্ন্যাসীও কী সত্যবাদী? 

      ঈষৎ উল্লাসে মিশে থাকে না বিজয়,
সত্য থেকে জয় করা যায় দুর্গম পাহাড় হিমালয়।
আকাশ ভেঙ্গে পড়ে যখন ঐশ্বরিক বানীও ভন্ড,
ভূমিকম্প ছড়িয়ে পড়ে যখন উপাসনালয়-ও গন্ড।
মৃত্তিকা জানে সত্য - প্রতারণা শুধু এই সমাজে,
গোড়ামি শুধু সাদা-কালোয় আর ধর্মের মাঝে। 

      কঠিন সত্য লুকানো থাকে প্রতি সূর্যোদয়ে,
কঠিন মিথ্যা বলেন দার্শনিক অপ্রমানিত অধ্যায়ে।
বিন্দু বিন্দু জলে সাগর বয়ে যায় তবুও মিথ্যা মিথ্যা থেকে যায়,
নিরাপধী বোঝে সত্য কত বড় - কোথায় তাকে পায়?"

















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

Post a Comment

নবীনতর পূর্বতন