প্রথাগত সমাজ

                মোবায়দুল সাগর

     "আমি মানি না এই প্রথাগত সমাজ
আমি ভেঙ্গে এসেছি মহাকাল ধরে অজ্ঞতার মহাকাশ,
আমি ছুঁড়ে ফেলেছি মহাসমুদ্রে উঁচু-নিচু বৈষম্যের জঞ্জাল,
আমি বলে এসেছি জনস্রোতে ভেঙ্গে দাও ধর্ম-বর্ণের দেয়াল।

       আমি মানি না এই প্রথাগত সমাজ
কেনা-বেচা থামেনি আজও - আদম সন্তানের গাত্র কৃষ্ণ তাই,
লাথি খাবে কেন দলিত - আমরা শিখেছিলাম 'মোরা ভাই ভাই'
শিক্ষিত সমাজও আজ ভাড়ে শূন্য-তাদের শুধু অর্থ-সম্পদ চাই।

        আমি মানি না এই প্রথাগত সমাজ
অট্টলিকায় থাকবে কেন সমাজ সংস্কারী নামক চোর গোষ্ঠী?
অবহেলিত নিপীড়িত মানুষ তোমরা মারো তাদের মুখে মুষ্ঠি,
গাহি তাই, আমরা মানুষ, আমরা মানুষ এক ঈশ্বরের সৃষ্টি । 

      আমি মানি না এই প্রথাগত সমাজ
আমি গেয়ে এসেছি জন্মান্তর ধরে নর-নারীর গান ,
আমি লিখে এসেছি ইতিহাস ভরে নর-নারীর অবদান ,
আমি দেখে এসেছি কালক্রম হয়ে নর-নারীর অবস্থান ।
 
       আমি মানি না এই প্রথাগত সমাজ
কেন শ্রমজীবী মানুষ আজও পশুর সমান ,
কোথায় তুমি নজরুল লেখো কেন না সাম্যবাদ ,
কোথায় যীশু-কৃষ্ণ-গৌতম-মহাবীর-মোহাম্মদ।
 
       আমি মানি না এই প্রথাগত সমাজ
একুশ শতকেও নারী হয়ে জন্ম নেওয়া যেন অভিশাপ ,
নারী আজও ধর্ষণের শিকার তবে কে পশু কে জানোয়ার ,
নারী কেন হয় সেবী কেন নয় দেবী কে দেবে জবাব ।
 
      আমি মানি না এই প্রথাগত সমাজ
আমি চেয়ে এসেছি অসীমের কাছে মানুষের জ্ঞান ,
আমি পেতে চেয়েছি মানুষের থেকে জান্নাতের বাগান ,
আমি শুনতে পেয়েছি মানুষের থেকে ঐক্যের আহবান ।
"
 
২১-০১-২০২১
আলাদাৎপুর, নড়াইল ।




















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প















Post a Comment

নবীনতর পূর্বতন