সন্ন্যাসী 

          —মোবায়দুল সাগর

"আমি সন্ন্যাসী হয়েছি অহমিকা ভাঙ্গতে
উপেক্ষা করেছি নিয়মতান্ত্রিক সমাজ,
আমি সন্ন্যাসী হয়েছি আত্মাকে জানতে
উপেক্ষা করেছি মানব-সম্প্রদায়ের লাজ।

আমি সন্ন্যাসী হয়েছি নতুন বিশ্ব গড়তে 
পেরিয়েছি বাধা রেখে দূরে আপন-স্বজন,
আমি সন্ন্যাসী হয়েছি পৌরুষ রাজত্ব ছাড়তে
পেরিয়েছি নারী বশীকরণের সকল গুন-অর্জন।

আমি সন্ন্যাসী হয়েছি ঈশ্বর মুলাকাতে
জেনেছি সকল ধর্মের বানী - সত্যের সন্ধান,
আমি সন্ন্যাসী হয়েছি মানুষ হওয়াতে
জেনেছি দু'পায়ী সকল মানুষ পশুর সমান।"























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

Post a Comment

নবীনতর পূর্বতন