সন্ন্যাসী
—মোবায়দুল সাগর
"আমি সন্ন্যাসী হয়েছি অহমিকা ভাঙ্গতে
উপেক্ষা করেছি নিয়মতান্ত্রিক সমাজ,
আমি সন্ন্যাসী হয়েছি আত্মাকে জানতে
উপেক্ষা করেছি মানব-সম্প্রদায়ের লাজ।
আমি সন্ন্যাসী হয়েছি নতুন বিশ্ব গড়তে
পেরিয়েছি বাধা রেখে দূরে আপন-স্বজন,
আমি সন্ন্যাসী হয়েছি পৌরুষ রাজত্ব ছাড়তে
পেরিয়েছি নারী বশীকরণের সকল গুন-অর্জন।
আমি সন্ন্যাসী হয়েছি ঈশ্বর মুলাকাতে
জেনেছি সকল ধর্মের বানী - সত্যের সন্ধান,
আমি সন্ন্যাসী হয়েছি মানুষ হওয়াতে
জেনেছি দু'পায়ী সকল মানুষ পশুর সমান।"
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন