কাশফুলের আড়ালে

                               —মোবায়দুল সাগর

"শুধু খুঁজে ফিরি তোমায়-
কাশফুলের আড়ালে; আমি ভূলে গিয়েছি -
'দূর থেকে কাশবন ঘন লাগে!' উতলা-
হাওয়ায় উড়তে দেখেছি কাশফুল; যেমন -
উড়তে দেখেছিলাম তোমার খোলা চুল,
কোনো এক ঝুম বর্ষায়। অদ্ভুত কেমন
আড়নয়নে তাকিয়ে দেখেছো হঠাৎ ভূল-
করে থেমে যাওয়া রেলগাড়ি; তেমন -
করে কেন দেখোনি আমায়?

শুধু খুঁজে ফিরি তোমায়-
ভাঙ্গা প্রাচীরটার আড়ালে; আমি ভূলে গিয়েছি-
সেটা আজ ধ্বংসস্তূপ। খোদাই করে লেখা
ছিল কি সেই অমর কাব্য? শাদায় নিয়ে আঁকা
ছিল কি সেই লাল আদিত্য? কত না মিছে-
বয়ে নিয়েছি তোমার সাথে - কি ছিল এসব?
ফাঁকি দিয়েছি দুজনায় সমাজ রেখে পিছে,
চাদরে মুড়ে নিয়েছি প্রেম-খাজনা-কি ছিল এসব?"



















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

Post a Comment

নবীনতর পূর্বতন