মরিচীকা ফাঁদে

                      —মোবায়দুল সাগর

        "কোথাও ছিল না বিন্দুমাত্র সবুজ,
চারিদিকে শুধু হাহাকার; বালি এবং বালি,
মরীচিকা ফাঁদে - কাফেলা আমার।
প্রখর রোদে আমি স্নান করেছি,
ঢাহা মিথ্যা - কলসিতে ছিল না জল, 
লোকালয় ছিল না কাছে; আমি মরেছি
দিক না জানা দিগন্তে। ক্যাকটাস খেয়ে-
নিবারণ করেছি তিনদিনের ভুকা পেট। 

          কোথাও হদিস নেই আমার উটের,
মাথার মগজ বেরিয়ে আসার উপক্রম।
তীব্র ঘোরের মধ্যে বিরাজমান হলাম- 
এক দীর্ঘ দিঘি - কী যে স্বচ্ছ তার পানি,
দুই হাতে তুলে নিতেই হয়ে যায় কী জানি!
দেখতে লাগে কালো আলকাতরা - এ কী পানি?
দুটি চক্ষু ক্লান্ত - সামনে ভাসছে অথৈ জল;
আমি পারছি না - আমার শরীর যে অচল!"

















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

Post a Comment

নবীনতর পূর্বতন