মরিচীকা ফাঁদে
—মোবায়দুল সাগর
"কোথাও ছিল না বিন্দুমাত্র সবুজ,
চারিদিকে শুধু হাহাকার; বালি এবং বালি,
মরীচিকা ফাঁদে - কাফেলা আমার।
প্রখর রোদে আমি স্নান করেছি,
ঢাহা মিথ্যা - কলসিতে ছিল না জল,
লোকালয় ছিল না কাছে; আমি মরেছি
দিক না জানা দিগন্তে। ক্যাকটাস খেয়ে-
নিবারণ করেছি তিনদিনের ভুকা পেট।
কোথাও হদিস নেই আমার উটের,
মাথার মগজ বেরিয়ে আসার উপক্রম।
তীব্র ঘোরের মধ্যে বিরাজমান হলাম-
এক দীর্ঘ দিঘি - কী যে স্বচ্ছ তার পানি,
দুই হাতে তুলে নিতেই হয়ে যায় কী জানি!
দেখতে লাগে কালো আলকাতরা - এ কী পানি?
দুটি চক্ষু ক্লান্ত - সামনে ভাসছে অথৈ জল;
আমি পারছি না - আমার শরীর যে অচল!"
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন