নীল গগনে

                 —মোবায়দুল সাগর

   "সময় থেমে গেছে রাজপথে,
তুমি কোথাকার পথিক হে?
কেন অবাক হয়ে আছো চেয়ে-
অনন্তকাল ধরে নীল গগনে?
কারাগার ভেঙ্গে পালিয়েছো-
আসামী ছিলে কিসের? আগুনে-
পুড়িয়ে মেরেছিলে তাকে না-কি
নিজে দগ্ধ ছিলে তার ফাগুনে? 
ঘুনে ধরা বুকের পাজরে-
শুনতে পাও কি ঘুন পোকার গান?
তুমি ছিলে নিকৃষ্ট - তুমি ছিলে পিশাচ! 

    তুমি থেমে গেছো তার কাছে- 
তার না দেখা কল্পনাতীত জগতে;
সৃষ্টির মাঝে তুমি খুঁজে পাওনি পথিক-
বিস্বাদ ছাড়া তৃপ্তির সন্ধান সবখানে।
ফিরেছে হাজার পরবাসী নিজ নীড়ে,
পথিক তুমি চেয়ে আছো কেন-
সেই অনন্তকাল ধরে নীল গগনে?"
















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প





1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন