কচুরিপানা
—মোবায়দুল সাগর
কচুরিপানা তোমার ঐ ক্ষুদ্র জীবনের উদ্দেশ্য কী?
তুমি তো এক আগাছা এক পরজীবী,
নদীতে উৎসর্গ করেছ তোমার ঐ জীবন।
বিনিময়ে নদী তোমাকে দিয়েছে কী?
তুমি পেয়েছো এক ঠিকানা তুমি নদীবাসী।
তবে তুমি ভাসমান; ভেসে চলার সীমা তোমার ঐ মরণ।
কচুরিপানা তোমার ঐ ক্ষুদ্র জীবনের উদ্দেশ্য কী?
তুমি তোমার গোত্রকূলের ইতিহাস খুঁজে দেখো।
জোয়ারে কেমন বিপন্ন হয়েছিল তাদের জীবন,
আরো খুঁজে দেখো ভাঁটায় তাদের হয়েছিল কী?
এখনো সময় আছে অগ্রজদের থেকে আশা শেখো।
তবে শিখোনা নদীর থেকে কিভাবে দিতে হয় উপহার মরণ।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন