অদৃশ্য পৃথিবী

          —মোবায়দুল সাগর

অদৃশ্য পৃথিবীও একদিন হবে দৃশ্যমান!
দৃশ্যমান হবে ব্যাথা-অনুভূতিও,
পিশাচের শয়তানি চিন্তা কেনই বা বাদ যাবে,
প্রতিজ্ঞা-প্রতিশ্রুতিও কী সেদিন লুকিয়ে থাকবে?
দৃশ্যমান হয়ে যাবে সকল সত্য-মিথ্যা,
বিশ্বাসগুলো যেন মাথা চাড়া দিয়ে উঠবে।
স্লোগানে মুখরিত হবে,"আমরা দেখতে চাই আলো"।
স্বার্থহীন প্রেমিকার ভালোবাসা সেদিন স্বার্থপর হবে,
স্বার্থপর লোকগুলো তবুও থাকবে স্বার্থপর।
কোন দার্শনিক বলেছিল মিথ্যা যা এখনো চলছে,
সেটাও হাজির হবে কঠিন সত্য নিয়ে।

কবে আসবে সেইদিন?
আমি দেখতে চাই! আমি দেখতে চাই!
চতুষ্পদী প্রাণীগুলোও অধীর আগ্রহে আছে,
পক্ষীকূল জমিয়ে রেখেছে ঊনকোটি গান সেদিনের জন্য।
দৃশ্যমান হবে তোমার পিতা কে,
তোমার জন্মের রহস্য কী, তোমার শরীরের উপকরণও।
তুমি তো বাস কর ঐ অ্যামিবা-ব্যাকটেরিয়ায়।
তবে কেন বারবার ছুটে চলো অদৃশ্যে!
মহাকাশ যানের গতি কি তোমায় ভাবায় না,
কেমন করে ছুটে চলে অপটিক্যাল ফাইবারের আলো‌।
ঐ রসহ্য কী অধুরায় থেকে যাবে দৃশ্যমান হবে না,
তবে সত্য নামক পবিত্র জলে ফেলো কেন মিথ্যার আবর্জনা?

অদৃশ্য পৃথিবীও একদিন হবে দৃশ্যমান!
কোথায় সেই চৌমুহনী মিলেছিল যেখানে চৌহাত।
ঐ মিলনের শক্তিও সেদিন দৃশ্যমান হবে,
পালকির বেয়ারাগুলোর পরিশ্রমও।
কেন অনুপ্রবেশ করেছিল মশাগুলো ছেঁড়া মশারীতে?
আমার পাষাণ হৃদয়েও ঠিক তেমনি কে রেখেছিল পা!
কেন লিপ্ত হয়েছিল পতিতাগুলো অবৈধ যৌনাচারে?
হায়! তোমরা তো হিমালয় ফেরত সাধু।
কত দূর গেলে কোন আকাশে মিলবে স্বর্গ?
নরক তো এই পৃথিবীতে।
কত ব্যাথা পেয়েছিল ঐ হাতীগুলো,
তুমি আবার ডেন্টিস্টের কাছে যাও না ভয়তে।

কবে আসবে সেইদিন?
আমি দেখতে চাই! আমি দেখতে চাই!
দেবদারু গাছটার নিচে বসা জমির পাগলও দেখতে চাই।
সেদিন না-কি সাপ অভিশপ্ত হয়েছিল তারাও তো আগ্রহী।
গণিতের কল্পনাগুলোও দৃশ্যমান হবে,
তোমার মস্তিষ্কের নিউরনগুলোও।
ছায়া গাছের ছায়ায় আর কত লুকিয়ে রাখবে?
কৃষ্ণচূড়াগুলো মাটিতে মিশে আবার পূনর্জীবিত হবে।
কেন করেছিলে গ্রহন-সেবন এলএসডি-কোকেন-হেরোইন,
ঐ আকাঙ্ক্ষাও আমি দেখতে চাই!
কতগুলো শুক্রাণুকে পিছনে ফেলেছিলে?
ওহ! তুমি তো আবার জারজ।

অদৃশ্য পৃথিবীও একদিন হবে দৃশ্যমান!
আস্তিকতা-নাস্তিকতার পরিমাণও।
কেমন অনুভব করেছিল ঐ ধর্ষিতার যোনী,
কেমন করে কেটেছিলে গলা ঐ নিরীহর? 
তোমার বড়াই তুমি মানুষ--তা কিভাবে সম্ভব?
দৃশ্যমান হবে কে মানুষ আর কে পশু‌।
বাঘের চামড়ায় কত উষ্ণতা থাকে, 
তোমার শরীরেই বা কত শীতলতা?
তুমি দাঁড়ি-টিকিতে খোঁজো মানুষ,
নির্বোধ লিঙ্গে পুরুষ।
দৃশ্যমান হবে কে মানুষ আর কে পুরুষ,
সেদিনও থাকবে তুমি অন্ধ।


২২-০৩-২০২১
নিউ মার্কেট,যশোর।




























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প




Post a Comment

নবীনতর পূর্বতন