উল্লাস

      মোবায়দুল সাগর                  


টলমল করে বইছে বাতাস শোনো,

জ্বলজ্বল করে উঠছে আগুন দেখো।

শরৎ মেঘের মত একেঁছে শাদায়—

সেই উতলা এবং সেই দাবানল,

মুখচোরা মৌনতার শব্দের উল্লাস।

শিরোপার থেকেও এ উপহার বড়,

ভাঙ্গবে আরও কু আছে যত জীবিত,

তবে কেন এত অপেক্ষা, আগ্রহ, ইচ্ছা।

 

শুনতে পাবে আরও মিথ্য়া-ঘৃণা-ঈর্ষা ,

দেখতে পাবে আরও সত্য়-পথ-নিষ্ঠা।

তবে যেন আশা করো না পুরস্কারের, 

হৃদয়ে বাজবে যখন সুখের গান,

বুঝবে এ যেন দুঃখ-পাপের ত্রান।

শুধু বলি দাও নিজ প্রাণ পর তরে


৩০-০৭-২০২১

নিউ মার্কেট, যশোর ।

 

 

 














ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

 

 

 

 

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন