উল্লাস
—মোবায়দুল সাগর
টলমল করে বইছে বাতাস শোনো,
জ্বলজ্বল করে উঠছে আগুন দেখো।
শরৎ মেঘের মত একেঁছে শাদায়—
সেই উতলা এবং সেই দাবানল,
মুখচোরা মৌনতার শব্দের উল্লাস।
শিরোপার থেকেও এ উপহার বড়,
ভাঙ্গবে আরও কু আছে যত জীবিত,
তবে কেন এত অপেক্ষা, আগ্রহ, ইচ্ছা।
শুনতে পাবে আরও মিথ্য়া-ঘৃণা-ঈর্ষা ,
দেখতে পাবে আরও সত্য়-পথ-নিষ্ঠা।
তবে যেন আশা করো না পুরস্কারের,
হৃদয়ে বাজবে যখন সুখের গান,
বুঝবে এ যেন দুঃখ-পাপের ত্রান।
শুধু বলি দাও নিজ প্রাণ পর তরে।
৩০-০৭-২০২১
নিউ মার্কেট, যশোর ।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন