বাঙালি

           —মোবায়দুল সাগর


নই আমি সিন্ধি-পাঞ্জাবী, ফিনিশ-দিনেমার

জগৎ শ্রেষ্ঠ বাঙালী জাত আমার।

নই আমি পিগমির মত খর্ব, ডাচদের লম্ব

শান্ত-শিষ্ঠ বাঙালি আমি উচ্চতায় মধ্যম ।

 

অস্ট্রিক-নেগ্রেটো-দ্রাবিড় এর রক্ত আমার গায়ে,

সবুজ-সুফলা বাংলার কত গ্রামের ধূলো আমার পায়ে।

আমি মিশে গেছি পৃথিবী মাঝে কত মানুষে,

আমি বাঙালি হয়ে উড়েছি শ্রেষ্ঠ ফানুশে।

 

বটমূল তলে শ্যামা অঙ্গে চিরন্তন বাঙালি আমি,

রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ বিশ্ব কাব্য়মালার স্বামী।

কত সহজে আড়াল করতে পারো আমায় ভিন্নে,

বাঙালি পৃথিবীর যেখানে তা অবশ্য়ই বাংলা অভিন্নে।


০৬-০২-২০২১

আলাদাৎপুর, নড়াইল। 

 

 












ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প





       

Post a Comment

নবীনতর পূর্বতন