বাঙালি
—মোবায়দুল সাগর
নই আমি
সিন্ধি-পাঞ্জাবী, ফিনিশ-দিনেমার
জগৎ শ্রেষ্ঠ বাঙালী
জাত আমার।
নই আমি পিগমির মত
খর্ব, ডাচদের লম্ব
শান্ত-শিষ্ঠ বাঙালি
আমি উচ্চতায় মধ্যম ।
অস্ট্রিক-নেগ্রেটো-দ্রাবিড়
এর রক্ত আমার গায়ে,
সবুজ-সুফলা বাংলার কত
গ্রামের ধূলো আমার পায়ে।
আমি মিশে গেছি পৃথিবী
মাঝে কত মানুষে,
আমি বাঙালি হয়ে উড়েছি
শ্রেষ্ঠ ফানুশে।
বটমূল তলে শ্যামা অঙ্গে চিরন্তন বাঙালি আমি,
রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ
বিশ্ব কাব্য়মালার স্বামী।
কত সহজে আড়াল করতে
পারো আমায় ভিন্নে,
বাঙালি পৃথিবীর যেখানে
তা অবশ্য়ই বাংলা অভিন্নে।
০৬-০২-২০২১
আলাদাৎপুর, নড়াইল।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন