আমি ছিলাম না

                  মোবায়দুল সাগর

আমি ছিলাম না তোমাদের ভীড়ে,

জোৎস্না, জোনাকি আর এ জগৎ সংসারে

বহুদূরদূর নক্ষত্রনক্ষত্ররাজির মাঝে

আমি শুয়ে ছিলাম ধূসর জমিনে।

ফোনের পর ফোন করেছো তোমরা

আমার বাঁশির সুর শুনতে পাওনি কী ?

হতাশার মতো কুয়াশার চাদর ছিড়েছো,

নদীর রুপালি পানিতে নৌকা ভাঁসিয়েছো

 

গান গেয়োছোরংধনুর রঙে ছবি এঁকেছো

আমি ছাই মাটি মেখে আবার শুভ্র হয়েছি

নীলিমার মাঠে তোমাদেরই মতো কানামাছি খেলেছি,

তোমাদেরই মতো হেঁটে চলেছিহোঁচট খাইনি,

তোমাদেরই মতো অপেক্ষা করেছিআশা হারাইনি ,

তোমাদেরই মতো মিথ্যা বলেছি—আফসোস করেনি ।


১৭-০৬-২০২১

নিউমার্কেট, যশোর ।

 

 















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন