হৃদয় খেলা
—মোবায়দুল
সাগর
আমার
স্বপ্নের বনে তুমি বনস্পতি,
যত গভীরে ততই তুমি অধিপতি।
দিবারাত্রি এ খেলা যেন চির অভ্য়স্থ ।
বেমানান তবুও পর্বতে মিশে মেঘ—
উপতক্যায় দাঁড়িয়ে বলে রহস্য়ময়।
অথচ এই আকাঙ্খা সৃষ্টিরও উর্ধ্বে।
তুমি খেলে যাও হৃদয়ে এ কোন খেলা,
হার-জিত সব তোমারই আমি শূন্য়।
অন্ধকারের ছায়ায় বুনিনি এ স্বপ্ন।
কেন অনৈচ্ছিক পেশী এত আন্দোলিত,
কেন তুমি ঝড়-তুফানের মত, ওগো।
অনুভূতি নিয়ে খেলছ কি অধিকারে—
দু’জোড়া চোখের দূরত্বের এই পথে।
কত তেজস্বী তুমি, কত নির্জীব আমি ?
০৬-০৮-২০২১
নিউ মার্কেট, যশোর।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন