হৃদয় খেলা

         মোবায়দুল সাগর

আমার স্বপ্নের বনে তুমি বনস্পতি,

যত গভীরে ততই তুমি অধিপতি

দিবারাত্রি এ খেলা যেন চির অভ্য়স্থ 

বেমানান তবুও পর্বতে মিশে মেঘ

উপতক্যায় দাঁড়িয়ে বলে রহস্য়ময়।

অথচ এই আকাঙ্খা সৃষ্টিরও উর্ধ্বে।

তুমি খেলে যাও হৃদয়ে এ কোন খেলা,

হার-জিত সব তোমারই আমি শূন্য়।

 

অন্ধকারের ছায়ায় বুনিনি এ স্বপ্ন।

কেন অনৈচ্ছিক পেশী এত আন্দোলিত,

কেন তুমি ঝড়-তুফানের মত, ওগো।

অনুভূতি নিয়ে খেলছ কি অধিকারে

দুজোড়া চোখের দূরত্বের এই পথে।

কত তেজস্বী তুমি, কত নির্জীব আমি ?

 

০৬-০৮-২০২১
নিউ মার্কেট, যশোর। 

 













ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন