বিষগাছ
— মোবায়দুল সাগর
মালিও সাক্ষী, সাক্ষী আবিসিনিয়ার সাভানা।
শবদেহখানা কঙ্কাল হয়ে পড়েছিল কালাহারিতে।
কুড়িয়ে নিয়েছিল তা হ্যাম্পশায়ারের এক পরিব্রাজক,
রাবাত নগরে সে কঙ্কালখানা বিক্রি করেছিল বহুমূল্যে।
আমার একটাই অনুরোধ প্রিয় তোমার কাছে!
কঙ্কালখানা ঐ ভিনদেশ থেকে এনে কবর দিও বেতনার তীরে।
তাতেই শান্তি, আমি থাকব তোমার পায়ের নিচে
রকমারি মানুষের ভীড়ে তোমার 'পদ' মোটেও ভুলব না।
নিশীথে না হয় এসে প্রার্থনা করো; নয় তো দিও অভিষাপ
শিউলির মালা গেঁথে দিও কবরে; নয় তো লাগিও বিষগাছ।
২৮-০২-২০২২
জয়দেবপুর, গাজীপুর।
ট্যাগ:
hashi,Kanna, valobasa r bedona vora amader prithibi....
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন