কিভাবে ইংরেজি শব্দের উচ্চারণ শিখবেন?

মোবায়দুল সাগর

অ্যাকসেন্ট আসলে কী? অ্যাকসেন্ট হল উচ্চারণ করা। যেমন- অলি, যার উচ্চারণ হবে ওলি। আবার অজগর, যার উচ্চারণ হবে অজগর। আবার এক, যার উচ্চারণ  হবে অ্যাক। আমরা আঞ্চলিক ভেদে একই শব্দের ভিন্ন ভিন্ন উচ্চারণ করে থাকি। বাংলা সঠিক উচ্চারণ আমরা অনেকেই জানি না। তাই ইংরেজি উচ্চারণ শেখার আগে আমাদের অবশ্যই বাংলা শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। 

ইংরেজি উচ্চারন কেন শিখতে হবে? একজন ইংরেজ যখন বাংলায় কথা বলেন তখন তার উচ্চারণ হয় এমন- টোমার নাম খী? টোমরা খী ভাট কাও.....। যার মাতৃভাষা বাংলা বা যে বাংলা শুদ্ধ উচ্চারণ জানে সে নিশ্চয়ই জানে ইংরেজ লোকটি ভূল উচ্চারণ করেছেন। ইংরেজ লোকটি কেন ভূল উচ্চারণ করেছেন? কারণ তিনি তার  নিজের ভাষার উচ্চারণ বাংলায় প্রয়োগ করেছেন। তাই "তোমার' শব্দটির উচ্চারণ পরিবর্তন হয়ে টোমার- এ রুপান্তিরত হয়েছে। ঠিক তেমনি ইংরেজি উচ্চারণ করার জন্য আমরা বাংলা উচ্চারণ ব্যবহার করে থাকি। ফলস্বরুপ ইংরেজ ভাষাভাষী লোক আমাদের উচ্চারণকে সঠিক নয় বলে চিহ্নিত করেন। 

আমরা বাংলাদেশীদের অধিকাংশই হিন্দি বুঝি বা বলতে পারি। তার কারণ আমরা হিন্দি ভাষার বিনোদনের দর্শক বা শ্রোতা। সিনেমা, গান, টিভি সিরিজ ইত্যাদি দেখা বা শোনার কারণে আমরা খুব সহজেই হিন্দি আয়ত্ত করতে পেরেছি। আমরা শুধু হিন্দি নয়, হিন্দির উপভাষাগুলোও শিখে নিয়েছি। স্থানীয় হিন্দি বা তার উচ্চারণ এখন আমাদের আয়ত্তে। আমিও হিন্দি শিখেছি এভাবেই। 

ঠিক তেমনি আমি আমেরিকান অ্যাকসেন্ট আয়ত্ত করেছি এই বিনোদনের মাধ্যমে। আমি হলিউড মুভি তেমন একটা দেখি না। আমি খুব গান পাগল। খুব ছোটবেলা থেকেই গান ভালো লাগে। তখন হিন্দি এবং বাংলা গান শুনতাম। ছোটবেলায় টিভিতে আমি যা দেখতাম তা হল খবর, যা না দেখলে আমার ঘুম হত না। গান শোনা, কার্টুন, ক্রিকেট, বিভিন্ন প্রামান্য় চিত্র ইত্যাদি। ২০১৪ সালে আমি ক্যাবল টিভিতে একটি হলিউড মিউজিক চ্যানেল আবিষ্কার করি। হলিউড মিউজিক নিয়ে ১৪ সালের আগে আমার ধারণা ছিল ইংলিশ গান হল হাঁসের মত ফ্যাঁসফেঁসে গলার গান। এর আগে বিনোদনের খবরে শুনতাম কোন্ গান এই সপ্তাহের টপচার্টে আছে। তখন লেডি গাগা, টেইলর সুইফট, কেটি পেরি, রিয়ানাদের যুগ। তাদের নামগুলোই তখন জানতাম। কিন্তু ২০১৪ সালে আমি আবিষ্কার করি ক্রিস ব্রাউন, স্যাম স্মিথ. জন লিজেন্ড, ফ্যারেল উইলিয়ামসদেরকে। আমার ধারণা বদলে যায়। হাঁসের গলার মত তাদের গান নয়। কিন্তু চ্য়ানেলটি মাত্র কয়েকদিনই ছিল। কারণ আমরা বাংলাদেশীরা ওসব গিলতে পারি না আমাদের চাই হিন্দি এবং হিন্দি।

এরপর আমি যখন একটি স্মার্টফোনের মালিক হই তখন হলিউড মিউজিকে ডুব দিই। ওদের আদ্যোপান্ত বের করার জন্য ছোট-খাটো গবেষণা শুরু করি। ওদের মানে গায়কদের লাইফ স্টাইল নিয়ে বিভিন্ন টকশো দেখতে থাকি। আর ওদের গানে তো তখন হাবুডুবু খাচ্ছি। ওদের গান সারাদিন গুনাগুনাতাম। আস্তে আস্তে আমি ওদের মত উচ্চারণ করতে শিখি।

ইংরেজি শেখা তখনই পরিপূর্ণ হয় যখন আপনি একজন ইংরেজি মাতৃভাষীর কথা বুঝতে পারেন। ইংরেজি হচ্ছে ইংরেজদের ভাষা। তারা কথা বলে অর্ধেক কথা পেটে রেখে। ইংরেজি বর্ণমালা ২৬টি অক্ষরের হলেও তাদের ৪৪টি সাউন্ড লেটার রয়েছে। ৪৪টি সাউন্ড লেটারের মধ্য়ে রয়েছে ২৪টি Consonants এবং ২০টি Vowel লেটার। 

Ch এর উচ্চারণ কেমন হয়—

Chicago - চিকাগো/চিচাগো

Chittagong - চিটাগং

Bucharest - বুচারেস্ট

Christchurch - চ্রিস্টচার্চ/ চ্রাইস্টচার্চ

না, উচ্চারণ সঠিক হয়নি একটি বাদে। সঠিক হবে—

Chicago - শিকাগো

Chittagong - চিটাগং

Bucharest - বুখারেস্ট

Christchurch - ক্রাইস্টচার্চ

Ch উচ্চারিত হয় ক,খ, চ,ছ এবং শ এর মত।

[ বিপিএলের কোনো এক সিজনে চিটাগং ভাইকিংসের সাথে রংপুর রাইডার্সের খেলা ছিল। ওই ম্যাচে টসের সময় ধারাভাষ্যকর ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান গতি দানব টিনো বেস্ট। তিনি চিটাগংকে উচ্চারণ করেন শিট্টাগং।]

অনেক ক্ষেত্র Ch এর পরে i থাকলে সেটা  উচ্চারিত হয় যেমন-

Machine - মেশিন।

এবার T এর উচ্চারণ দেখি

Got it - গট ইট

Got You - গট ইউ

About you - অ্য়াবাউট ইউ

Meet You - মীট ইউ

না, এমন উচ্চারিত হয় না । সঠিক হবে—

Got it - গারিট

Got You - গচ্চু

About you - অ্য়াবাউচ্চু

Meet You - মিচ্চু

এর পরে i থাকলে সেটা  উচ্চারিত হয় আবার t এর পরে y থাকলে চ উচ্চারিত হয়। যেমন

  • You got it Girl - ইউ গারিট গাল। গার্ল হবে না। র এখানে উহ্য।
  • I will meet you, Girl - আ উল মিচ্চু গাল । আই এবং উইল হবে না।  এখানে উহ্য।

এবার D এর উচ্চারণ দেখি

Body - বরি

Somebody - সামবারি

যেমন

  • Body on me - বরি অন মি।
  • Somebody help me - সামবারি হেল্প মি।

ew এর উচ্চারণ কেমন হয়

New - নিউ

Grew - গ্রিউ

Drew - ড্রিউ

না, সঠিক উচ্চারিত হয়নি। সঠিক হবে

New - নু

Grew - গ্রু

Drew - ড্রু

r এর উচ্চারন কেমন

Shirt - শার্ট

Brother - ব্রাদার

Bieber - বীবার

না, সঠিক উচ্চারিত হয়নি। সঠিক হবে

Shirt - শাট

Brother - ব্রাদা

Bieber - বীবা

যেমন-

  • My New Shirt - মা নু শাট।

ing এর উচ্চারণ কেমন হয়

Something - সামথিং

Nothing - নাথিং

না, সঠিক উচ্চারিত হয়নি। সঠিক হবে

Something - সামথিন

Nothing - নাথিন

এখানে  উচ্চারিত হবে আস্তে।

এমন অনেক শব্দের উচ্চারণ রয়েছে যা আমরা সঠিক ভাবে উচ্চারণ করিনা।

অ্য়াকসেন্ট শেখার জন্য আমি আপনাকে আমেরিকান মুভি, গান, টিভি শো বা যে কোনো কিছু শুনতে বলছি। ওরা যা বলছে যেমন ছোট ছোট শব্দের উচ্চারণ তা আপনি বারবার প্রাকটিস করতে থাকুন। ওদের একটি সংলাপ আয়ত্ত করার চেষ্টা করুন।

হুমায়ূন আহমেদ তার হোটেল গ্রোভার ইন বইতে তার প্রথম স্ত্রী গুলতেকিনের অ্য়াকসেন্ট শেখা নিয়ে লিখেছিলেন। হুমায়ূন আহমেদ তখন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে চাকরি করেন। তার স্ত্রীও তার সাথে নর্থ ডাকোটাতে থাকতেন। হুমায়ুন আহমেদ বিশ্ববিদ্য়ালয়ের উদ্দেশ্যে চলে গেলে গুলতেকিনের বাড়িতে কাজ করার মত কোনো কাজই ছিল না একমাত্র টিভি দেখা ছাড়া। টানা কয়েকদিন টিভি দেখার কারণে তিনি অ্যামরিকানদের মত ইংরেজি বলা শিখে ফেলেন।





ট্যাগসমূহ

 ইংরেজি শব্দের উচ্চারণ  ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি রুলস ইংরেজি উচ্চারণ বাংলায় ইংরেজি বানান উচ্চারণ ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ ডিকশনারি ইংরেজি উচ্চারণ শেখার নিয়ম


Post a Comment

নবীনতর পূর্বতন