শঙ্খমালা
            —মোবায়দুল সাগর

আমার শঙ্খমালার কথা কেন যেন
এ সৈকতে এসে থেমে যায়। কেন যেন
এ নীলে আকাশ তার নিষ্ঠুরতায় মেতে 
ওঠে। চকচকে মুক্তো এই তো সেদিন 
ঝিনুকে-ঝিনুকে খেলছিল। লাল কাকড়ার 
মিছিলে তোমার জন্যই তো শাদা গোলাপ
এসেছিল। যখন ডলফিনেরা লাফিয়ে 
আকাশ ছোঁয়ার ব্যর্থ চেষ্টায়তুমিও 

এ দ্বীপের পাখিদের মত গান ধরলে।
লুকোচুরি খেলতে গিয়ে আঁচল বাঁধালে কেয়ার 
কাঁটায়। দূরে আরও দূরে হয়ত অচিনপুরে 
হয়ত অচিন সুরে তোমার গান ভেসে গেল।
আমি শঙ্খমালা গেঁথে তোমার গলায় দেব বলে। 
হায়! হায়! তুমি গানের সুরে ভেসে গেলে।



০৫-০৭-২০২১
ন্যু মার্কেট, যশোর। 



















ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প






Post a Comment

নবীনতর পূর্বতন