শঙ্খমালা
—মোবায়দুল সাগর
আমার শঙ্খমালার কথা কেন যেন
এ সৈকতে এসে থেমে যায়। কেন যেন
এ নীলে আকাশ তার নিষ্ঠুরতায় মেতে
ওঠে। চকচকে মুক্তো এই তো সেদিন
ঝিনুকে-ঝিনুকে খেলছিল। লাল কাকড়ার
মিছিলে তোমার জন্যই তো শাদা গোলাপ
এসেছিল। যখন ডলফিনেরা লাফিয়ে
আকাশ ছোঁয়ার ব্যর্থ চেষ্টায়—তুমিও
এ দ্বীপের পাখিদের মত গান ধরলে।
লুকোচুরি খেলতে গিয়ে আঁচল বাঁধালে কেয়ার
কাঁটায়। দূরে আরও দূরে হয়ত অচিনপুরে
হয়ত অচিন সুরে তোমার গান ভেসে গেল।
আমি শঙ্খমালা গেঁথে তোমার গলায় দেব বলে।
হায়! হায়! তুমি গানের সুরে ভেসে গেলে।
০৫-০৭-২০২১
ন্যু মার্কেট, যশোর।
ট্যাগ:
একটি মন্তব্য পোস্ট করুন