ইউরোপীয়দের বদলে মুসলিমরা আমেরিকা আবিষ্কার/জয় করলে কি ঘটত? বিশেষ করে সেখানকার আদিবাসীদের?

মোবায়দুল সাগর


আমেরিকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস এই তথ্য কতটুকু সঠিক সেটা ইতিহাসবিদেরা ভালো জানেন। অনেকের ধারণা কলম্বাসের আগে আমেরিকা আবিষ্কার করে আরবের মুসলিম বণিকেরা। পৃথিবীর প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে এশিয়ার মাইনরে। এরপর মানুষেরা বিভক্ত হয়ে বিভিন্ন অঞ্চল যেমন অস্ট্রেলিয়া বা পূর্ব এশিয়ার দিকে চলে যায়। তখনও আমেরিকায় মানুষের পদচিহ্ন পড়েনি । এরপর এস্কিমোরা আমেরিকায় অভিবাসী হিসেবে পাড়ি জমায়। এরপর আরো জনগোষ্ঠীর লোকেরা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে। তারা হল রেড ইন্ডিয়ান, ইনকা, মায়া জাতির লোক যারা বেরিং পার হয়ে এশিয়া থেকে আমেরিকায় আসে।
এদিকে পনের শতকে ক্রিস্টোফার কলম্বাস তার বিখ্যাত ভারত অভিযানে বেরিয়ে পড়েন। কিন্তু তিনি তার মানচিত্র অনুযায়ী উপস্থিত হন বর্তমান পুয়ের্তো রিকো দ্বীপে। যেটাকে তিনি ভারত মনে করেন। সেখানে বাস করা লাল চামড়ার মানুষদের দেখে তাদের নামকরন করেন রেড ইন্ডিয়ান। এরপর কলম্বাস ব্রিটেনে ফিরে এসে তার অভিযানের কথা ব্রিটিশ রাজ প্রধানকে বলেন। এরপর কলম্বাস দলবল নিয়ে আবার আমেরিকায় হাজির হন। একে একে পুরো আমেরিকা তারা আবিষ্কার করে ফেলেন। এরপর সেখানে ইউরোপের অন্য জাতি যেমন স্পানিয়ার্ড, পর্তুগিজদের আগমন ঘটে। শুরু হয়ে যায় দ্বীপ বা স্থানগুলোর মালিকানা নিয়ে যুদ্ধ।
যাদেরকে আজ আমরা সবচেয়ে সভ্য জাতি হিসেবে জানি তারা যে কত বর্বর, কত নিকৃষ্ট তা ইতিহাস থেকে জানা যায়। তারা যতই পৃথিবীর বিপ্লব ঘটাক না কেন ইউরোপীয় বর্তমান প্রজন্মের অবশ্যই লজ্জিত হওয়া উচিৎ তাদের পূর্ব পুরুষদের দ্বারা ঘটে যাওয়া সকল বর্বরতার জন্য। রেড ইন্ডিয়ান, মায়া সভ্য়তা, ইনকা সভ্য়তা ধ্বংস করে দিয়েছিল আজকের সবচেয়ে সভ্য জাতিরা। আপনারা একটা মুভি দেখতে পারেন Apocalypto যেখানে মায়া সভ্য়তা শেষের দিকটা তুলে ধরা হয়েছে এবং ইউরোপীয়দের আগমন দেখানো হয়েছে।
এবার বলি মুসলিমরা যদি আমেরিকা আবিষ্কার করত তাহলে ওই সকল জাতিগুলোর কি হত? আমি গুজরাটের সোমনাথ মন্দিরের কথা বলব যেটা মুসলিমদের দ্বারা ছয় বার ধ্বংসপ্রাপ্ত হয়। মুসলিমরা বলে কোনো কথা নেই কারণ তারাও মানুষ। তাদের দ্বারাও বর্বরতা সম্ভব। ওই সকল ইউরোপীয় বর্বর জাতির লোকগুলোও তো আদর্শ খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। খ্রিস্টান ধর্মেও নিশ্চয় হত্যা করতে বলা হয়নি বা বৈধতা দেওয়া হয়নি। তাহলে তারা কেন এমনটা করেছে? কারণ ভোগবাদী মানসিকতা। যা মানুষের একটি চরিত্র। এটা কোনো ধর্ম বিচার করে না।




























ট্যাগ:

জীবনবোধের কবিতা ☆  দেশাত্মবোধক কবিতা ☆  ধর্মীয় চেতনার কবিতা ☆ প্রকৃতির কবিতা ☆ প্রতিবাদী কবিতা ☆ প্রেমের কবিতা ☆ বিবিধ কবিতা বিরহের কবিতা ☆ মানবতাবাদী কবিতা ☆ রূপক কবিতা ☆  রম্য কবিতা ☆  শিশুতোষ ছড়া-কবিতা ☆ চতুর্দশপদী কবিতা☆ সনেট কবিতা ☆ মহাকাব্য ☆ ছন্দবৃত্ত কবিতা ☆ মাত্রাবৃত্ত কবিতা ☆ অক্ষরবৃত্ত কবিতা ☆ পদ্য-গদ্য ☆ গল্প ☆ সাহিত্য☆ উপন্যাস ☆ বিখ্যাত কবিতা ☆ ছোট কবিতা ☆ নতুন কবিতা ☆ ভালো বাংলা কবিতা ☆ আনকমন কবিতা ☆ বিরহের কবিতা ☆ কবিতা বাংলা ☆ জীবনমুখী কবিতা ☆ উপন্যাস কি ☆ আত্মজীবনীমূলক উপন্যাস ☆ উপন্যাস কত প্রকার ☆ বাংলা উপন্যাসের ইতিহাস ☆ জনপ্রিয় উপন্যাস ☆ বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ☆ ঐতিহাসিক উপন্যাস ☆ বাংলা উপন্যাসের ধারা ☆ শিক্ষনীয় গল্প ☆ হাসির গল্প ☆ বাংলা গল্প ☆ গল্প  রোমান্টিক ☆ জীবনের গল্প ☆ ভালো গল্প ☆ ছোট গল্প ☆ ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন