মানিকে মাগে হিতে
মোবায়দুল সাগর

এবার বাঙালিদের খুব সহজেই বোঝানোর মত একটি জিনিস পেয়েছি। আর সেটি হ'ল "Manike Mage Hithe"। সম্প্রতি এই সিংহলি ভাষার গানটি ভারত এবং বাংলাদেশে ভাইরাল হয়েছে। সিংহলি শ্রীলঙ্কার দুইটি রাষ্ট্র ভাষার মধ্যে একটি; অন্যটি হ'ল তামিল ভাষা। সিংহলি ইন্দো-আর্য ভাষা পরিবারের একটি শাখা। বাংলা ভাষাও ইন্দো-আর্য ভাষা পরিবারের একটি শাখা। ইন্দো-আর্য ভাষা পরিবার বা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভূক্ত হওয়ায় একটি ভাষার সাথে অন্য একটি ভাষার মিল রয়েছে।
সিংহলি এবং বাংলা ভাষার মধ্যে মিল রয়েছে ওই গানটিতে। "Manike Mage Hithe" এখানে তিনটি শব্দ রয়েছে। Manike অর্থ মনি, Mage অর্থ আমার এবং Hithe অর্থ হৃদয়ে।
তেমনি সংস্কৃত এবং ল্য়াটিনের মধ্যে মিল রয়েছে। কারণ সংস্কৃত এবং ল্যাটিন ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভূক্ত। যেমন অষ্টক একটি সংস্কৃত শব্দ যার অর্থ আটের সমষ্ঠি। তেমনি ল্যাটিনে Octave অর্থ অষ্টক। আরেকটি সংস্কৃত শব্দ শর্করা বা চিনি। ল্যাটিনে Succarum অর্থ শর্করা বা চিনি।  সংস্কৃতে নাস শব্দের অর্থ নাক। ল্যাটিনে Nasus অর্থ নাক। ল্যাটিনে মিডিয়াম অর্থ মধ্যম। সংস্কৃতে যেটি মধ্যম বা Madhyam. সংস্কৃতে অর্জুনা অর্থ রুপা এদিকে ল্যাটিনে Argentinum অর্থ রুপা। ঘাস একটি সংস্কৃত শব্দ যেটি ল্যাটিনে Grasa. 

এমন আরো কিছু শব্দ আছে যেগুলোর সাথে একে অপরের মিল রয়েছে কিন্তু এই মুহূর্তে আমার নিউরন বেটা ঘুমিয়ে আছে।

ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা প্রকৃতির কবিতা প্রতিবাদী কবিতা প্রেমের কবিতা বিবিধ কবিতা বিরহের কবিতা মানবতাবাদী কবিতা রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা চতুর্দশপদী কবিতা সনেট কবিতা মহাকাব্য ছন্দবৃত্ত কবিতা মাত্রাবৃত্ত কবিতা অক্ষরবৃত্ত কবিতা পদ্য-গদ্য গল্প সাহিত্য উপন্যাস বিখ্যাত কবিতা ছোট কবিতা নতুন কবিতা ভালো বাংলা কবিতা আনকমন কবিতা বিরহের কবিতা কবিতা বাংলা জীবনমুখী কবিতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস কত প্রকার বাংলা উপন্যাসের ইতিহাস জনপ্রিয় উপন্যাস বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ঐতিহাসিক উপন্যাস বাংলা উপন্যাসের ধারা শিক্ষনীয় গল্প হাসির গল্প বাংলা গল্প গল্প  রোমান্টিক জীবনের গল্প ভালো গল্প ছোট গল্প ডাইনি গল্প


Post a Comment

নবীনতর পূর্বতন