ঠেকায় পড়ে
—মোবায়দুল সাগর

ঠেকায় পড়ে মানুষ জুতো সেলাই করে, রান্নাও।
কিন্তু ঠেকায় পড়ে কবিতা লেখা যায় না, ভালোবাসাও।
ঠেকায় পড়লে মানুষকে অনেক কিছুই করতে হয়—
গোহাটা রোডে যারা দাঁড়িয়ে থাকে—যাদেরকে সমাজ
বারঙ্গনা-গণিকা-পতিতা বলে ডাকে—তারাও ঠেকায় পড়ে
শরীর বেচে.....ঠেকায় পড়ে ভাতও খায়। কিন্তু তুমি কি ঠেকায় 
পড়ে তাদের ছিঃ ছিঃ করো? ঠেকায় পড়লে তুমিও কৈবর্তপুত্র— 
যাকে তোমরা কাওরা বলে ডাকো—যারা শূকর চরায়, সেই চাকরীও
গ্রহন করতে সভ্য সমাজ? ঠেকায় পড়ে কেউ রিকশা চালায়, মাটি 
কাটে, ধান চাষ করে, গার্মেন্টসে শ্রমিক হয়, প্রবাসী হয়, স্টেশনে কুলি, 
দিনমজুর। কিন্তু তুমি কি ঠেকায় পড়ে তাদের অসম্মান করো, লাঞ্ছনা,
লাথি মারো, টাকা মেরে খাও, অধিকার বঞ্চিত করো?


২৬-০৪-২০২২
ন্যু মার্কেট,যশোর।




ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা প্রকৃতির কবিতা প্রতিবাদী কবিতা প্রেমের কবিতা বিবিধ কবিতা বিরহের কবিতা মানবতাবাদী কবিতা রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা চতুর্দশপদী কবিতা সনেট কবিতা মহাকাব্য ছন্দবৃত্ত কবিতা মাত্রাবৃত্ত কবিতা অক্ষরবৃত্ত কবিতা পদ্য-গদ্য গল্প সাহিত্য উপন্যাস বিখ্যাত কবিতা ছোট কবিতা নতুন কবিতা ভালো বাংলা কবিতা আনকমন কবিতা বিরহের কবিতা কবিতা বাংলা জীবনমুখী কবিতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস কত প্রকার বাংলা উপন্যাসের ইতিহাস জনপ্রিয় উপন্যাস বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ঐতিহাসিক উপন্যাস বাংলা উপন্যাসের ধারা শিক্ষনীয় গল্প হাসির গল্প বাংলা গল্প গল্প  রোমান্টিক জীবনের গল্প ভালো গল্প ছোট গল্প ডাইনি গল্প




1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন