মধুর আত্মাহুতি

              —মোবায়দুল সাগর


মেয়ে তুমি দেখছো কি চেয়ে 

নীল আকাশের পানে

আমি শঙ্খচিল হয়ে পাখনা ছেড়েছি তোমার নীড়ে।

কুড়িয়ে নিও—ছড়িয়ে দিও তা শীতের কুয়াশায়।

কাশ্মীরি মেটে রাজহংসের সাথে তুমি যেও   

উলারের নলখাগড়ার বনে বেঁধো ঘর দুজনায়।


আমার দুঃখগুলো রুক্ষ হয়ে পা পিষ্ট হবে।

মেয়ে তুমি দেখছো কি চেয়ে

পপি ফুলের বাগানে

রেণুগুলো অনিয়ন্ত্রিত মিলিত হয়ে পাপের জন্ম দিচ্ছে।

মধুচন্দ্রিমা শেষে পীর পঞ্জল পেরিয়ে যে বসন্ত 

হঠাৎ সেই নগরে আমার মধুর আত্মাহুতি।

কাসপিয়ানের শাদা খরখোশের দলে 

আমার সুখগুলো মুখ হয়ে কচি ঘাস ছিঁড়ে নেবে। 



২৮-০৬-২০২২

জয়দেবপুর, গাজীপুর। 




ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা প্রকৃতির কবিতা প্রতিবাদী কবিতা প্রেমের কবিতা বিবিধ কবিতা বিরহের কবিতা মানবতাবাদী কবিতা রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা চতুর্দশপদী কবিতা সনেট কবিতা মহাকাব্য ছন্দবৃত্ত কবিতা মাত্রাবৃত্ত কবিতা অক্ষরবৃত্ত কবিতা পদ্য-গদ্য গল্প সাহিত্য উপন্যাস বিখ্যাত কবিতা ছোট কবিতা নতুন কবিতা ভালো বাংলা কবিতা আনকমন কবিতা বিরহের কবিতা কবিতা বাংলা জীবনমুখী কবিতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস কত প্রকার বাংলা উপন্যাসের ইতিহাস জনপ্রিয় উপন্যাস বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ঐতিহাসিক উপন্যাস বাংলা উপন্যাসের ধারা শিক্ষনীয় গল্প হাসির গল্প বাংলা গল্প গল্প  রোমান্টিক জীবনের গল্প ভালো গল্প ছোট গল্প ডাইনি গল্প




Post a Comment

নবীনতর পূর্বতন