অনল-অনিল 
            —মোবায়দুল সাগর 

তুমি অনল হয়ে দাবানল ছড়িয়েছো হৃদয়ে 
ছাই করে দিয়েছো নিলয়-অলিন্দ, শিরা উপশিরা।
গাঢ় রক্তের গোধূলিতে শিখার ফণা তুলে 
হিস-হিস শব্দে দংশন করলে আমার ধমনী।
তোমার অগ্নি-বিষ সৃষ্টিতে মাতলো অগ্ন্যুৎপাতে।
আতশবাজির মত ফেটে অঝোর অগ্নি বৃষ্টি
কিসের বর্ষাতি তুমি যে মহাপ্রলয়ের দৌহিত্রী।

সতীদাহে কিশোরীর আকাশ কাঁদানো আর্তনাদ
হয়ত কখনো শোনোনিদেখোনি জ্যান্ত পোড়ানো।
কিন্তু আমার আর্তনাদ আমার জলন্ত দেহ।
ওহ! তুমি তো কান থাকতেও বধির চোখ থাকতেও অন্ধ।
একবার না হয় অনিল হয়ে ঝঞ্ঝা তুলে দাও হৃদয়ে।

১১-০৬-২০২২
জয়দেবপুর, গাজীপুর। 
























ট্যাগ:

জীবনবোধের কবিতা   দেশাত্মবোধক কবিতা   ধর্মীয় চেতনার কবিতা প্রকৃতির কবিতা প্রতিবাদী কবিতা প্রেমের কবিতা বিবিধ কবিতা বিরহের কবিতা মানবতাবাদী কবিতা রূপক কবিতা   রম্য কবিতা   শিশুতোষ ছড়া-কবিতা চতুর্দশপদী কবিতা সনেট কবিতা মহাকাব্য ছন্দবৃত্ত কবিতা মাত্রাবৃত্ত কবিতা অক্ষরবৃত্ত কবিতা পদ্য-গদ্য গল্প সাহিত্য উপন্যাস বিখ্যাত কবিতা ছোট কবিতা নতুন কবিতা ভালো বাংলা কবিতা আনকমন কবিতা বিরহের কবিতা কবিতা বাংলা জীবনমুখী কবিতা উপন্যাস কি আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাস কত প্রকার বাংলা উপন্যাসের ইতিহাস জনপ্রিয় উপন্যাস বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ ঐতিহাসিক উপন্যাস বাংলা উপন্যাসের ধারা শিক্ষনীয় গল্প হাসির গল্প বাংলা গল্প গল্প  রোমান্টিক জীবনের গল্প ভালো গল্প ছোট গল্প ডাইনি গল্প




Post a Comment

নবীনতর পূর্বতন